বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে মেহেরপুরে গাংনীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ বুধবার বিকাল পাঁচটার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ধরে একই স্থানে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোহান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।