গাংনীতে জমি জমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষ ২ পক্ষের রক্তাক্ত জখম ৬ জন।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read
Exif_JPEG_420

গাংনীতে জমি জমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষ ২ পক্ষের রক্তাক্ত জখম ৬ জন।

স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন সহড়াতলা মধ্য পাড়ায় জমি জমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত ৬ জন।

রবিবার (৭ মে) গাংনী উপজেলার সীমান্ত বর্তী গ্রাম সহড়াতলা মধ্যপাড়া মৃত নিতালি বিস্বাসের দুই ছেলে মো: গোলাম(৫৫) এবং মোঃ দুলাল(৪০)এর মধ্যে এই সংঘর্ষে ঘঠনা ঘটে। এতে দুই পক্ষের ৫ জন বহিরাগত মো: জামরুল গুরুতর আহত হয় আহতরা হলেন গোলামের পক্ষের গোলামসহ মো: আওয়াল(২০) মুসলিমা(৪০) এবং দুলালসহ দুলালের ছেলে আকাশ(১৮) বর্তমানে আহতরা সকলেই গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে দুলালের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

গঠনা প্রত্যক্ষদর্শী মো: জামরুল জানান,আজ সকালের দিকে তাদের দ্বীর্ঘদিনের জমি জমা ঝামেলা নিয়ে দুই ভাইয়ের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ের মারামারিতে রুপ নেয় হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে দুই পক্ষের মারপিট চলছে এই মারামারি ঠেকাতে গিয়ে জামরুল আহত হয়।

সহড়াতলা ৫ নং ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম( নাটু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
তিনি বলেন এদের দ্বীর্ঘদিনের জমি জমা নিয়ে ঝামেলা লেগেই ছিলো।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

Share This Article