গাংনীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

স্টাফ রিপোর্ট:
গাংনীর চৌগাছা পশ্চিম পাড়ায় বাবর আলী শাহ্ (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বাবর আলী শাহ চৌগাছা গ্রামের মৃত: রহমান শাহ্’র বড় ছেলে।

আজ ২৭ই ডিসেম্বর বুধবার সকালে পলাশী মাঠে থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়া।
বাবর আলীর ভাতিজা রকিবুল ইসলাম জানায়, গত কয়েকদিন আগে বাবর আলীর ছাগল প্রতিবেশি সুফিয়া খাতুনের ফসল বিনষ্ট করার জের ধরে স্হানীয় সালিশ বৈঠকে ৫ হাজার টাকা জরিমানা দেয় বাবর আলী। এতে সুফিয়া খাতুনের ক্ষতিপূরণ না হলে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবী করে এবং বিভিন্ন মানহানি কথা বলে ১ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করে আরেক প্রতিবেশী কলিমদ্দীনের ছেলে হাপিতের সহায়তায় । মানহানি এবং জরিমানার টাকা দিতে পারবে না বলে বাবর আলী আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানায়, গাংনীর চৌগাছা গ্রামে একজন আত্মহত্যা করেছে শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share This Article