গাংনীতে দিনে দুপুরে মটর বাইক করে ছাগল চুরি বেড়েই চলছে
ভয়েস অব মেহেরপুর
মেহেরপুর গাংনী উপজেলার ইদানিং গ্রাম গঞ্জে থেকে মটর বাইক করে ছাগল চুরি বেড়েই চলেছে
সমবার(১৭ ডিসেম্বর) ২০২৩ ইং মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নাদিম ডাক্তারের একটি ছাগল মানুষের চোখের সামনে তার নিজ বাড়ীর সামনে থেকে দুই জন লোক মটর বাইকের উপর উঠিয়ে নিয়ে যান। চোরের পিছন পিছন ধাওয়া করে ধরতে ব্যার্থ হয়। ঘটনা টি ঘটেছে আজ বেলা ৩ টার সময় জোড়পুকুড়ীয়া প: পাড়ায়
ছাগলটির আনুমানিক মুল্য ১৫০০০ টাকা
এলাকা বাসী এই ছাগল চোরের হাত থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
ছাগল মালিক নাদিম জানান, ছাগল চুরির বিষয় টা থানায় এখনো জানানো হয় নি তবে একটি অভিযোগ লিখে থানায় যাবে।