গাংনীতে নতুন ইউএনও’র যােগদান

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনীর নতুন ইউএনও’র যােগদান

ভয়েস অফ মেহেরপুর

: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে সাজিয়া সিদ্দিকা সেতু যােগদান করেছেন।

সােমবার (২০ মার্চ) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যােগদান করেন।

যােগদানের আগে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুন আনুষ্ঠানিক ভাবে নতুন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতুকে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু সিনিয়র সহকারি সচিব হিসাবে সচিবালয়ে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গায়
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের সন্তান।

Share This Article