গাংনীতে প্রজন্ম টিভি  ও দ্যা নয়া আন্দোলন পত্রিকার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনী  প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে প্রজন্ম টিভি ও সাপ্তাহিক দ্যা নয়া আন্দোলন পত্রিকার ৪ র্থ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩ টার দিকে গাংনী কাথুলী মোড় পথিকের পাটশা কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার গাংনী উপজেলা শাখার সভাপতি  আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম পথিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা উসমান আলী,আজগর আলী, আওয়ামীলীগ নেতা আহাজ আলী,
অনুষ্ঠানের   সঞ্চালনা  করেন জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী শাখার সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন মাহমুদ (গাংনী উপজেলা প্রেস ক্লাব),এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলার সুজন মাহমুদ (সাংগঠনিক সম্পাদক) মরজেম  হোসেন ( প্রচার প্রচারণা সম্পাদক) , সজিব আহমেদ ( মানবাধিকার বিষয়ক সম্পাদক)  আবুল কালাম আজাদ,( অর্থ সম্পাদক)  মনিরুল ইসলাম ( সহসভাপতি)  এস এম তারেখ (দি টিচার সাংবাদিক)

Share This Article