গাংনীতে প্রেমের বিয়েতে হারিয়ে যাচ্ছে ঘটতালি; পেশা বদলাচ্ছে ঘটক।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

প্রেমের বিয়েতে হারিয়ে যাচ্ছে ঘটতালি; পেশা বদলাচ্ছে ঘটক।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর গাংনী উপজেলা পাললা দিয়ে চলছে প্রেম নামক বাল্য বিয়ে এতে কর্ম হারাচ্ছে এলাকার ঘটক। বর্তমান সমাজ ব্যাবস্থা বদলে যাওয়ায় বেড়েছে প্রেমের বিয়ে এতে করে দুই পরিবারে খরচ যেমন কমছে বাড়ছে বিচ্ছেদের সংখ্যা। বাপ দাদার আমলে দুই পক্ষের মাধ্যমে ঘটক পাঠিয়ে দেখাশুনা করে বিয়ে হতো আর এখন বিয়ে হয় ছেলে মেয়ে পালিয়ে গিয়ে। এই পালিয়ে বিয়ে করলে আগের সমাজে পরিবারের মানসম্মান নিয়ে প্রশ্ন উঠতো বর্তমানে তার বিপরীত। এই বিষয়ে জানতে চাইলে মুরুব্বিরা বলছেন আগের সমাজ ব্যাবস্থা চালু করতে হবে। বর্তমান সমাজে ছেলে মেয়েদের আঠকানো খুব কষ্ট কর। বর্তমান ছেলে মেয়েদের বিয়েতে তেমন কোন খরচা হয় না আগে ছেলে মেয়েদের বিয়েতে গেট সাজিয়ে ধুমধামে বিয়ে হতো। আগে বিচ্ছেদের পরিমান কম ছিলো। বর্তমানে বিচ্ছেদের পরিমান বেড়েছে। গাংনী উপজেলায় প্রায় গ্রামের ঘটক এখন ভিন্ন ভিন্ন কাজ বেছে নিয়েছেন কারন এখন কার বিয়েতে ঘঠকের প্রয়োজন হয়না। সহড়াতলার আনারুল ঘটক জানান, আগে ঘটকতালি করে সংসার চলতো বর্তমানে প্রেমের বিয়ে বেশি তাই ঘটতালি বাদ দিয়ে অন্য কাজ বেছে নিয়েছি।

Share This Article