Voice of meherpur
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনালে (অনূর্ধ্ব বালক ১৭)উপজেলা পর্যায়ে বামন্দী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।খেলায় আরো উপস্থিত ছিলেন,তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলায় গাংনী উপজেলায় পৌরসভা ও ৯টি ইউনিয়নের দল অংশগ্রহণ করে।খেলার প্রথমার্ধে ১টি ও পরে আরো ১টি গোল করে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ।জোর প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত খেলায় সমতা ফেরাতে পারেনি বামন্দী ইউনিয়ন ফুটবল একাদশ।