গাংনীতে বোমা সাদা কাপড় উদ্ধার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

মেহেরপুরে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

ভয়েস অফ মেহেরপুর অনলাইন ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৩০ আগস্ট) রাত দশটার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহুরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ঘটকের সামনে থেকে হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। জহুরুল ইসলাম মিঠু চৌ চৌগাছা গ্রামের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ঔষধ ব্যবসায়ী।

জহিরুল ইসলাম মিঠু জানান,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে গাংনী থানার এস আই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মড়ানো একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গত ২৭ আগষ্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতংঙ্কের মধ্যে রয়েছে। দ্রত সময়ের মধ্যে দৃস্কৃতিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ ওসি তাজুল ইসলাম বলেন,বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দৃস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Share This Article
Leave a comment