গাংনীতে মেম্বার চেয়ারম্যানদের মানববন্ধন পন্ডু
মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের ডাকা মানববন্ধন পন্ডু করে দিয়েছে বিএনপি যুবদলের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকাল ১০টার সময় কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. আলম হুসাইন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে সকল মেম্বর চেয়ারম্যানদের নিয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নেন। এবং এ উদ্দেশ্যে জড়ো হলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলের নেতা কর্মীরা তাদের সেখান থেকে বিতাড়িত করেন বলে জানা যায়।
কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. আলম হুসাইন জানান, সারাদেশের মতো গাংনীতেও মানববন্ধন কর্মসুচি পালন করার উদ্দেশ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর উপজেলা চত্বরে জড়ো হতে থাকলে পৌর যুবদলের সাধারন সম্পাদক ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর যুবদল নেতা ইনামুল হক, গাফ্ফার ইমন ও ডাকুসহ ২৫-৩০ জন নেতা কর্মীরা চেয়ারম্যান ও মেম্বরদের উপজেলা চত্বর থেকে বের করে দেয়।
প্রায় ৭০ থেকে ৮০ জন চেয়ারম্যান ও মেম্বররা মানববন্ধনের উদ্দেশ্যে উপজেলা চত্বরে উপস্থিৎ হন।
এ দিকে দুপুরে পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে উপজেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন অবৈধ দাবি করে তা বাতিল করতে নেতা কর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের বাসষ্ট্যান্ড চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসষ্ট্যান্ড এলাকার বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।