গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১ যুবক নিহত

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নোমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আইয়ুব আলীর নাতি ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান মোবাইলে সংবাদ পেয়ে জানতে পারি কুষ্টিয়া- মেহেরপুর সড়কে অলিনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন‌ তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share This Article
Leave a comment