গাংনীতে রাতের আধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

গাংনীতে রাতের আধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুরের গাংনীর জুগিন্দা নাম মাঠে বৈদুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে চোরেরা সুযোগ বুঝে ট্রান্সফরমার টি চুরি করে নিয়ে যায়। এতে ও এলাকার সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শেষ পাম্প মালিক সজিব এর বড় ভাই হাপি জানান, তার লোকজন প্রতিদিনের ন্যায় মাঠে সেচ দিয়ে বাড়ি আসে। আজ সকালে মাঠে গিয়ে দেখেন ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় ও এলাকার অন্তত ৫০ বিঘা জমি সেচ কাজ বিঘ্ন ঘটছে।

কৃষক হামিদুল জানান এর আগেও রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে আবারো দিবাগত রাতে সজিব এর ট্রান্সফরমার টি চুরি হল এমন করে মাঠের শেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হলে কৃষকরা বড় বিপাকে পড়ে যাবে

এ ঘটনায় সেচ পাম্প মালিক গাংনী থানা একটি জিডি করেছেন।

Share This Article