মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ নাহিদ হোসেন(২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত নাহিদ গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামের লান্টু মিয়ার ছেলে। শনিবার দিবাগত রাতে গাঁড়াবাড়ীয়া- রাজকৃষ্ণপুরধলা প্রধান সড়কে অভিযান চালিয়ে নাহিদকে আটক করা হয়।
র্যাব -১২ (সিপিবি) মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটিদল অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। র্যাব-১২ (সিপিবি) মেহেরপুর ( গাংনী ক্যাম্প) কমান্ডার সিনিয়র পুলিশ সুপার গোলাম ফারুক এর নেতৃত্বে গাঁজাসহ আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল গাঁড়াবাড়ীয়া ও রামকৃষ্ণপুরধলা গ্রামের প্রধান সড়কে অভিযান চালায়। অভিযানে দেড় কেজি গাঁজাসহ নাহিদ হোসেনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার রাতেই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব।