গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত।
স্টাফ রিপোর্টার : মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাসের ধাক্কায় ফুলজান খাতুন (৮০) নামের এক বৃদ্ধার নিহত হয়েছেন।নিহত ফুলজান গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের পশ্চিমপড়ায় মৃত রহমতুল্লাহর স্ত্রী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াঘাট গ্রামের পশ্চিম পাড়ার সামাদ হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঔষধ কেনার জন্য বালিয়াঘাট গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ফুলজান। এমন সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই ফুলজানের মৃত্যু হয়।
গাংনীর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি,এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। তবে পুলিশের পক্ষ থেকে খােঁজখবর নেয়া হচ্ছে।