ভয়েস অফ মেহেরপুর:
মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ মুমঙ্গলবার দুপুরের দিকে সাহেবনগর গ্রামের আরিফুর ইসলামের ছেলে ফাহিম(৮) পানিতে ডুবে মৃত্যু বরন করে।
প্রতিবেশীরা জানা প্রতিদিনের ন্যায় ফাহিম তার তার খেলার সাথিদের নিয়ে খেলা করতে গিয়েছে এই ভেবে তার পরিবারের খোজ ছিলো না। ফাহিম আসতে দেরি হওয়ায় তার মা খুজে বেড়ায় তারপর সাহেবনগর উওর পাড়ায় একটি পুকুরে ফাহিম কে মৃত পাওয়া যায়।