গাংনী অফিস: গাংনীতে ৫০বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম (৩৮) ও সবুজ হোসেন নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ গাংনী।
গ্রেফতার কৃত আসামীরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের শামছদ্দিন ও হেলাল বিশ্বাসের ছেলে।
রোববার দুপুরে গাংনী উপজেলার রামদেবপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১২ গাংনী ক্যাম্প।
র্যাব-১২ সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল,একটি মোবাইল ফোন ও ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান,ফেন্সিডিলসহ গ্রেফতার কারা হয়। শরিফুল ইসলাম ও সবুজ দুজন মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।