গাংনীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত কালাম যৌথবাহিনীর হাতে গ্রেফতার।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ভয়েস অফ মেহেরপুর

অনলাইন ডেস্ক : জানা গেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের অলিনগর দক্ষিণ পাড়া গ্রামের সুলতান আলীর ছেলে আবুল কালাম কে আজ সকাল আনুমানিক ৭.৪৫ টার সময় গাংনী যৌথবাহিনীর সদস্যরা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানিয়েছে, কালাম গাংনী উপজেলার মাদকের গডফাদার ও রোড ডাকাতি এবং গরু চুরির দলনেতা। এমন কোন অপকর্ম নেই যে কালাম করেনা। এমনকি রোড ডাকাতি ও চুরি করার জন্য তার নিজের ভাই সালাম, শাহেদ, আলামিন (আলাম) ও জমির কে নিয়ে সংঘবদ্ধ দলও গঠন করেছে। কালামের একমাত্র বোন চম্পা মাদকের নিরাপত্তা দিয়ে মাদক সম্রাজ্ঞী হয়ে উঠেছে। কালাম মাদকের বড় চালান নিরাপদে পাচার করতে একমাত্র বোন চম্পা কে ব্যবহার করে। আর মাদক কাষ্টমারের কাছে হোম ডেলিভারি করে থাকে কালামের স্ত্রী লালভানু ও মেয়ে জেরিন আক্তার।
বিগত স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় দলীয় ক্ষমতা দেখিয়ে মাদকের সাম্রাজ্য ও ডাকাতি দল গঠন করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়ে। কালাম কে মাদক ব্যবসায় তার গ্রাম ও পাশের গ্রাম তেরাইলের কিছু স্বৈরাচারী সরকারের নেতা কমিশন নিয়ে সাহায্য করে বলে গোপন সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর দাবী, কালাম বার বার আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার হয়েও জেল থেকে ছাড়া পেয়ে যায়। এবার যেন যৌথবাহিনী তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এলাকার যুব সমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করে।

Share This Article