গাংনীর প্রবাসী বখতিয়ারের লাশ ভেড়ামারা থেকে উদ্ধার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

ভয়েস অফ মেহেরপুর

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গা থেকে অপহরণকৃত গাংনীর বখতিয়ারের লাশ ভেরামারা থেকে উদ্ধার।

চুয়াডাঙ্গা থেকে অপহরণ হওয়া প্রবাসী বখতিয়ারের মরদেহ কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বখতিয়ার মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

জানা যায়, প্রবাসী বখতিয়ার গত শনিবার (১৯ অক্টোবর) ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাবতলি থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ওঠেন, পরে তিনি চুয়াডাঙ্গার ভালাইপুরে নামেন। ভালাইপুরে নামার পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। পরবর্তীতে গতকাল সোমবার (২১ অক্টোবর) ভেরামারা রেল স্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, মালয়েশিয়াতে অবস্থানকালে বখতিয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সে দেশে ফিরে আসে। গত ১৯ অক্টোবর ঢাকা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসেযোগে সে বাড়ি ফিরছিল। বাসটি গাংনীর উদ্দেশ্যে যাবে না বিধায় হাটবোয়ালিয়া হয়ে বাড়ি ফিরবেন বলে তিনি চুয়াডাঙ্গার ভালাইপুরে নেমে যান। ভালাইপুরে নামার পর থেকে তিনি নিখোঁজ হন।

তিনি জানান, এরই মধ্যে গতকাল সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রবাস থেকে আনা লাগেজ লুট করেছে। বর্তমানে বখতিয়ারের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Share This Article