দেশে ফেরা হলনা সৌদি প্রবাসী আলমের, সড়ক দূর্ঘটনায় নিহত
মেহেরপুর গাংনীর কাজিপুর ইউনিয়নের ভবানীপুর স্কুল পাড়ার মৃত ইদু মন্ডলের ছেলে আলম হোসেন( ৪৮)আজ দুপুরে সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হন। আজ ৩/১০/২২ (সোমবার) দুপুরে সৌদি আরব আজিজিয়া শহরে এক হোটেলে দুপুরের খাবার শেষে বাসায় ফিরছিলেন মোটর সাইকেল যোগে। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।
জানা গেছে আলম হোসেন ১৮ বছর যাবত সৌদি আরবে আছেন । বর্তমানে আলম হোসেন ১ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।