ভয়েস অফ মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের থানাপাড়া (বিশ্বাসপাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,বিশেষ ক্ষমতা আইনের মামলার ডা:রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার ৫টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরনের প্রস্তুুতি চলছে।
উল্লেখ্য : গত ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাহারবাটি ইউনিয়ন জামায়াতের সম্পাদক সহ ৩০ জন নেতাকর্মীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদী বই উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন তাদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫ ধারাই মামলা দায়ের করে। এই মামলায় সন্দেহ ভাজন আসামী হিসেবে গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।