গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

ভয়েস অফ মেহেরপুর
গাংনী উপজেলার উন্নয়নের রুপকার, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: এ এস এম নাজমুল হক(এম.পি) মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম এ খালেক, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুপ্রভা রাণী স্যার, সদস্য উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা স্যার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছ: নাছিমা খাতুন , গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর, রিপোর্টাস ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল। আনুষ্ঠানে নবনির্বাচিত এমপি মহোদয়, পুন নির্বাচিত চেয়ারম্যান মহোদয় ও নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান ডা:সুপ্রভা রানি স্যার।।।।হাসপাতালের কোন অব্যবস্থাপনা থাকলে তা দূর করে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল আল মারুফ।

পরবর্তিতে এমপি মহোদয় ও অন্যান্য সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি ডিপার্টমেন্ট, এক্সরে বিভাগ সহ অন্যান্য বিভাগ এবং হাসপাতালে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক সেবার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন এবং হাসপাতালে বিদ্যমান সমস্যা সমাধানে দ্রত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

Share This Article