গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এম এ খালেকের কার্যালয়ে তালা।
গাংনী ( মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যানও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতা কর্মীরা। আজ বুধবার দুপুরে কার্যালয়ে তালা লাগানোর এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান বাবলু জানান,দীর্ঘদিন যাবৎ অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় পরিচালনা করে আসছেন।
এছাড়াও বিএনপি নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
মিথ্যা মামলায় জর্জরিত অত্যাচারিত নির্যাচিত, নিপিড়ীত বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদলের নেতা কর্মীরা অনিয়মের প্রতিবাদে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন।