গাংনী কাজীপুর ব্রিজ বাজার থেকে হেরোইন ও ইয়াবাসহ আটক ১

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

Voice of meherpur

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর থেকে হেরোইন ও ইয়াবাসহ রনি (১৮) নামের এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টার সময় কাজিপুর ব্রিজ বাজারের অটো স্ট্যান্ডের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রনি কাজিপুর খন্দকারপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান এর নেতৃত্বে এ এস আই শরিফ আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রনি নামের এক যুবককে আটক করেন।

আটককৃত রনির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Share This Article