গাংনী জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিনিধি দল ও গাংনী ইউ,এন,ও মহোদয় এর সাথে সৌজন্যে সাক্ষাত-

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনী জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিনিধি দল ও গাংনী ইউ,এন,ও মহোদয় এর সাথে সৌজন্যে সাক্ষাত-

মুঙ্গলবার (২ এপ্রিল )মেহেরপুর গাংনী উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখা হতে ২২ নভেম্বর সকল তথ্যদি পেশ করা হয় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মৌসুমি খানম এর হাতে। ইতিমধ্যে মৌসুমি খানম বদলি হওয়ার পর গাংনী উপজেলায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু যোগদান করেন তাই
আজ বেলা ৩ টার সময় গাংনী জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মন্ডলীসহ সকল সাংবাদিক সদস্যরা উপস্থিত হয়ে ফুলের তোড়া ইউ,এন,ও মহোদয়ের হাতে তুলে দেন সেই সময় ইউএনও মহোদয়া কমিটির সকল কে ধন্যবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীর দ্বীর্ঘায়ু কামনা করেন এবং সকল সাংবাদিক কে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য বলেন।

সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীর উপদেষ্টা কমিটির জনাব জাহাঙ্গীর আলম বাদশা ( আওয়ামী লীগ নেতা গাংনী) , মোঃ সাইফুল ইসলাম সেলিম( বাংলাদেশ জাতীয় পার্টি গাংনী উপজেলা) উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির রফিকুল ইসলাম পথিক বাবু
সেখানে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন (সভাপতি) মোঃমনিরুল ইসলাম ( সহসভাপতি) মো; রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক) আবুল কালাম আজাদ( অর্থ সম্পাদক) সুজন মাহমুদ (সাংগঠনিক সম্পাদক) মরজেম হোসেন ( প্রচার সম্পাদক)

Share This Article