গাংনী ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী(প্রাক্তন)যমুনা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ভয়েস অব মেহেরপুর
বুধবার (২০ সেপ্টেম্বর)২০২৩ইং মেহেরপুর গাংনী উপজেলা হিজুলবাড়ীয়া গ্রামের গাংনী ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী যমুনা খাতুন গত কাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
যমুনা খাতুন হিজুলবাড়ীয়া দ: পাড়ার মো:আমিরুল ইসলামের মেয়ে।
তার পরিবার সুত্রে যানা যায়,যমুনা খাতুন অত্যান্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি গাংনী ডিগ্রি কলেজে পড়ালেখা শেষ করে যমুনা খাতুন ২০২২ সালে বঙ্গবন্ধু মেডিকেলে বিএসসি নার্সিং ভর্তি পরিক্ষায় মেধা তালিকা ১৩ তম ইস্থান অধিকার করে ভর্তি হয়। ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে রাজশাহীর একটি হাসপাতালে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।