গাংনী তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সেরা

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

গাংনী তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সেরা

জনসেবায় যথাযথ ভুমিকা পালন করে মেহেরপুরের গাংনী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় মঙ্গলবার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলায় ইউয়িন পরিষদের সেবা ও কার্যাবলী প্রদর্শণ স্টল স্থাপন করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির বিচারক প্যানেল শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদগুলোর নাম ঘোষণা করে।
বিচারক হিসেবে ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু। মেলায় স্থাপিত স্টলগুলো যাচাই বাছাই করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হয়। একইসাথে যৌথভাবে মটমুড়া ইউপি ও কাথুলী ইউপিকে দ্বিতীয় এবং ষোলটাকা ইউপিকে তৃতীয় নির্ধারণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
জানা গেছে, বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা বিশ^াসের দেড় বছর সময়ের মধ্যে তেঁতুলবাড়ীযা ইউনিয়নের সকল উন্নয়ন চিত্র তুলে ধরা হয় মেলার স্টলে। এছাড়াও ইউনিয়ন পরিষদের বাস্তবায়িত ও চলমান প্রকল্পের আয়-ব্যয়ের হিসেবসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়াও বিগত এক বছরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয় স্টলটিতে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের সেবা, সেবার মান এবং ডিজিটাল সেবার বিষয়ে তথ্য উস্থাপন করা হয়। সব দিক বিবেচনায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুরস্কার গ্রহণ করে তা ইউনিয়নবাসীর অর্জন বলে জানান ইউপি চেয়ারম্যান নামজুল হুদা বিশ্বাস। অন্যদিকে শ্রেষ্ঠ ইউপি হওয়ায় নাজমুল হুদা বিশ্বাসকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Share This Article