গাংনীর তেঁতুলবাড়ীয়া সিমান্ত বিজিবির মালিকবিহীন অবস্থায় ১২ কেজি রৌপ্য উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সিমান্ত বিজিবি মালিকবিহীন অবস্থায় ১২ কেজি রৌপ্য উদ্ধার করেছে। শনিবার (১ই এপ্রিল) সকাল ৯ টার দিকে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের মথরাপুর গ্রামের মাঠের বাঁশ বাগান নামক স্থান থেকে তেঁতুলবাড়ীয়া সীমান্ত বিজিবি নায়েক মশিউর রহমান এর নেতৃত্ব সঙ্গীয় ফোর্স নিয় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১২ কেজি রৌপ্য উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটেলিয়ান ৪৭ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথরাপুর গ্রামের মাঠের বাঁশ বাগানে মালিক বিহীন অবস্থায় ১২ কেজি, রৌপ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রৌপ্য এর আনুমানিক সিজার মূল্য ১৬,৭৮,৯২০/- টাকা