গাংনী দুর্লবপুরের দেড় কি:মি:রাস্তা আজো ইট বালির মুখ দেখেনি।
ভয়েস অব মেহেরপুর
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ২০২৩ ইং, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের দুর্লবপুর গ্রামের এই রাস্তাটি আজো ইট বালীর মুখ দেখেনি।
সাহারবাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দুর্লবপুর গ্রাম এই গ্রামের পাড়ার মধ্যের রাস্তা পাকা করন করে গ্রামের মাঝখানে শেষ হয়। বাকি থেকে যায় গ্রামের মাঝখান থেকে ধর্মচাকী মাঠের ব্রিজ পর্যন্ত
এই সংযোগ সড়ক টি পাকাকরণ হলে দুর্লবপুর গ্রাম বাসীর সাহারবাটী ইউনিয়ন পরিষদ যেতে তেরাইল জোড়পুকুড়িয়া ধর্মচাকী ঘুরতে হবে না।
তাছাড়াও পলাশীপাড়া করমদী রামদেবপুর এলাকার মানুষকে দুর্লবপুর যেতে ভরাট ঘুরতে হবে না। এই দেড় কিলোমিটার রাস্তার জন্য এই গ্রামে ডুকতে ৬ কিলোমিটার পাড়ী দিতে। এছাড়াও এই গ্রামের অধিকাংশ কৃষক একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে যায় বর্ষাকালে মাঠের ফসল তুলতে অনেক কষ্ট হয়।তাই এই মাঠ ও গ্রামের সংযোগ সড়ক টি পাকাকরণের দাবী এলাকা বাসীর। এলাকা বাসী জানান, ২ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম মেম্বার মারা যাওয়ার পর এই গ্রামে উন্নয়ন মুলক কাজ হয় না। এলাকা বাসী আরো জানান, গ্রামে অনেক নেতা আছে কিন্তু এই রাস্তা টা করার মত নেতা সংকট।