গাংনী নৌকা ট্রাক হাড্ডাহাড্ডি লড়াই আভাস শীতে ঘাম ঝরাচ্ছেন কর্মিরা

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

ভয়েস অব মেহেরপুর

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নৌকা-ট্রাকসহ সাত প্রতীকের প্রার্থীরা। তবে এ আসনে নৌকা-ট্রাকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে। এ আসনে অপর প্রতিদ্বন্দ্বিরাও নেমেছেন ভোট প্রচারণায়। তারাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও করছেন গণসংযোগ, নির্বাচনী সভা।
নির্বাচনকে কেন্দ্র করে এ আসনটিতে জমে উঠেছে নৌকা-ট্রাকের মাঠের প্রচারণার লড়াই। নৌকা প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা: এ এস এম নাজমুল হক সাগর অপরদিকে এবার নির্বাচনে বৃহত্তর বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাংনী দুই বারের এমপি মুকবুল হোসেন

দিন যত গড়াচ্ছে, ঘনিয়ে আসছে নির্বাচন। নির্বাচনে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক থেকে শুরু করে সর্বত্রভাবে ভোটের মাঠ গরম করছেন এ দুই প্রার্থী। ভোট লড়াইয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নিজেদের অবস্থান তুলে ধরে জোরেশোরেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। সম্ভাবনা উন্নয়ন করার পরিকল্পনা নিয়ে গণসংযোগ, নির্বাচনী সভা ও ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন প্রার্থী ও সমর্থক নেতাকর্মীরা। আসনটিতে এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।ভোটারদের মধ্যে এ দুই প্রার্থীকে নিয়ে চলছে নানান আলোচনা। তারা কাকে দেবেন ভোট এ নিয়ে চলছে কানাঘুষা। চায়ের টেবিল থেকে সর্বত্রই চলছে আলোচনা। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। অনেকেই বলছেন, আমরা নৌকাতেই ভোট দেব। আবার অনেকেই বলছেন দুইবারের সফল এমপির ট্রাক প্রতীককেই ভোট দেব। শেষ পর্যন্ত ভোটারদের ভোটে কে পরবেন জয়ের মালা তা দেখার অপেক্ষা শুরু হয়েছে এখন থেকেই।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সুযোগ দিয়েছেন বলে আমরা ভোট করছি এই মন্তব্য করেছেন অনেকেই আমরা যতদূর নির্বাচনী অভিজ্ঞতা তাতে বলতে পারি, গাংনী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মুকবুল হোসেন ট্রাক মার্কায় ভালো অবস্থানে রয়েছেন। যারা আমরা মূল আওয়ামী লীগ করি, তারা ট্রাকে নির্বাচন করছি।

 

Share This Article