গাংনী বামন্দী মাইক বাজানোকে কেন্দ্র করে দুই ক্লিনিক মালিক পক্ষের মধ্যে হাতাহাতি।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অব মেহেরপুর

মেহেরপুর গাংনী উপজেলা বামন্দীতে মাইক বাজানো কে কেন্দ্র করে সেন্ট্রাল হাসপাতাল ও আল- ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের দুই পক্ষের ভীতরে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(৬ জুন) ২০২৩ ইং সকাল ১০ টার বামন্দী সেন্ট্রাল হাসপাতাল ও আলফালাহ ডায়াগনস্টিক সেন্টারের মাইক বাজানো কে কেন্দ্র করে দুই পক্ষের ভীতর কথাকাটাকাটীর এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।এতে দুই পক্ষের অন্তত ৪ জন আহত হয়।
ঘটনার বিবরনে জানা যায়, আলফালাহ ডায়াগনস্টিক সেন্টারের মাইক ৩০ মিনিট অন্তর অন্তর সেন্ট্রাল হাসপাতালের সামনে বাজাতে আসায় সেন্ট্রাল হাসপাতালের লোক জন মাইক একই জায়গায় বাজাতে নিষেধ করে এবং মাইক কিছুক্ষন আটকে রাখে।এই খবর পেয়ে আল ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের লোক জন বিষয়টি নিয়ে সেখানে গেলে গন্ডগোল শুরু হয় এতে দুই ক্লিনিক মালিক পক্ষ উত্তেজিত হলে এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়।
আল- ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের মানেজার ইমরান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলে ঘটনাটি সেন্ট্রাল হাসপাতালের লোক জন ইচ্ছেকৃত ভাবে ঘঠিয়েছে।
এদিকে সেন্ট্রাল হাসপাতালের জাহিদ জানিয়েছেন
এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তেমন কিছুই ঘটে নাই।

Share This Article