ভয়েস অব মেহেরপুর
নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্র দলের সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক।
অন্য নেতারা হলেন, গাংনী পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুল হক, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেরি আলভী, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবদলের নেতা বিজয়।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
নাশকতার অভিযোগে গাংনী থানা পুলিশের দায়ের করা মামলা নং ৪, তারিখ ০২/০৮/২৩ নং মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: শহীদুল্লাহ তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্ররণের নির্দেশ দেন।