গাংনী সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে ভর্তি

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

গাংনী প্রতিনিধি :

গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (৪৫) নিহত ও তার স্বামী সাজ্জাদুল ইসলাম আহত হয়েছেন।

হাতহতদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সাজ্জাদুল আলম ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে মটমুড়াতে জামাই বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌছালে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে পেছনে বসা হিরা খাতুন ড্রাম ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্বামী সাজ্জাদুল আলম। স্থানীয়রা আহত সাজ্জাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
ওসি বানী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Share This Article