ভয়েস অফ মেহেরপুর
স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন সহড়াতলা গ্রামের রাজা (১৭) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্ত্বহত্যা করেন।রাজা সহড়াতলা গ্রামের ভিটা পাড়ার মনিরুলের ছেলে।
রবিবার ১৭(নভেম্বর) তার মায়ের ভাত রান্না করতে দেরী হওয়ায় তার মা রাজাকে বকাঝকা করে সেই অভিমানে সারা রাত না খেয়ে ছিলো রাজা। আজ সকাল ৭ টার দিকে তার মা রাজা রাজা বলে ডাকলে কোন সাড়া দেয় না।তখন তার মা চিৎকার দিয়ে ডাকলে রাজার চাচা রিয়াজুল এসে দেখতে পাই রাজা ঘরের আড়ের সাথে ঝুলছে। তখন রিয়াজুল তার গলার বেল্ট কেটে নিচে নামিয়ে মাথায় পানি ঢালছিলো নড়াচড়া করতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তার ভিতরে তার মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।