ভয়েস অব মেহেরপুর
মেহেরপুর গাংনী উপজেলার সিমান্তবর্তী গ্রাম সহড়াতলা মাদ্রাসাপাড়া আব্দুল কাদেরের গোয়ালঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে গোয়াল ঘরে থাকা গরু, ছাগল পুড়ে গেছে।
মঙ্গলবার ১০(অক্টোবর) ২০২৩ ইং বেলা সাড়ে ১১টার সময় আব্দুল কাদেরের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আব্দুল কাদের ও তার স্ত্রী আগুনে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।