গাংনী হাটবোয়ালিয়া সড়কে ছিনতাই

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

গাংনী হাটবোয়ালিয়া সড়কে ছিনতাই

সুজন মাহমুদ (গাংনী)

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের বাথানপাড়া-রাইপুর মাঠের মধ্যে ১৮/২০ টি মোটরসাইকেল ও একটি অটোভ্যান থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় নগদ টাকাসহ ১৫/১৬ টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত সন্ধারাতেএ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া জেলার গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মিশুকুজ্জামান জানান, হাটবোয়ালিয়া থেকে বাড়ি ফিরতে বাথানপাড়া-রাইপুর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছলে, ১০/১৫ জনের একটি দল রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় হাতমোড়া দিয়ে বেঁধে ফেলে। চোখও বেঁধে ফেলা হয়। পরে কাছে থাকা মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়। এমনিভাবে প্রায় ২০/২২ জন পথচারীকে গতিরোধ করে সবার কাছ থেকে মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়। এসময় এক মহিলার কাছ থেকে নগদ ৫০ হাজার, আরেকজনের কাছে ৮ হাজার টাকা, এভাবে সকলের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়।
এসময় তাদের সকলের চোখ বেঁধে ধনচে ক্ষেতের মধ্যে আটকিয়ে রাখা হয় রাত ৯ টা পর্যন্ত । পরে সকলের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর সংঘবদ্ধ ছিনতাইকারিরা চলে যায়। এসময় প্রতিবাদ করায় একজনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

সংঘবদ্ধ দলটি চলে গেলে ছিনতাইয়ের কবলে পড়া সকলে পালিয়ে যায় নিজ নিজ গন্তব্যেই । তবে বাকীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘবদ্ধ দলের কেউ হাফ প্যান্ট, কেউ বা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল। এদের অধিকাংশ মুখ বাঁধা অবস্থায় ছিল বলে ভূক্তভোগী মিশুক জানান।বিষয়টি গাংনী থানাকে অবগত করলে এসআই শিমুলসহ থানার একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে কোন আলামত পায়নি বলে জানান। তবে শুক্রবার সকালে ভূক্তভোগী মিশুককে গাংনী থানায় উপস্থিত হয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এহেন ঘটনা রোধকল্পে রাত্রীকালিন পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share This Article
Leave a comment