গাংনী হাড়াভাঙ্গায় ৩ গরু চোর আটক।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অব মেহেরপুর।

মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর হাড়াভাঙ্গা মোল্লা পাড়ায় ৩ সন্দেহ ভাজন গরু চোর কে ধরে পুলিশে দিয়ে এলাকা বাসী।

রবিবার দিন গত রাতে এই ঘটনা ঘটে হাড়াভাঙ্গা মোল্লাপাড়ায়। কাজিপুর ৬ নং ওয়ার্ড সদস্য মহিবুল জানান, মোল্লা পাড়ায় একটি বাড়ীর ভিতর থেকে ৫ জন চোর বের হচ্ছিলো আসে পাশে লোকজন দেখে দৌড়াতে থাকে এমন সময় এলাকা বাসী ৩ জন চোর কে ধরতে সক্ষম হয় ২ জন পালিয়ে যায়।

যানা যায়,আটককৃত ৩ চোরের বাড়ী পার্শ্ববর্তী গ্রাম সাহেবনগরের ২ জন ও ১ জন নওদাপাড়া।আটক কৃত ৩ চোর পুলিশ হেফাজতে রয়েছেন।

 

Share This Article