গাংনী ২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভবনের টয়লেট প্রসাব খানায় ময়লার ভাগাড়

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অব মেহেরপুর:মেহেরপুর গাংনী উপজেলা তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট ও প্রসাব খানা ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিনত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ই মার্চ) ভুক্তভোগীর অভিযোগে সরেজমিনে গিয়ে দেখতে পাই একটি কক্ষে দুটি টয়লেট ও দুটি প্রসাব খানার বেহাল দশা ভিতরে ঢুকতেই বমি বমি ভাব শুরু হয়ে গেছে। এখানে অফিস স্টাফ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সকলের জন্য উন্মুক্ত। বর্তমানে টয়লেটের অবস্থা দেখে কেও ডুকতে সাহস পায়না।
নাম প্রকাশে অনিচ্ছুক সেবা নিতে আসা সাধারণ জনগন জানান, এই ইউনিয়ন নামে ২ নাম্বার কামেও ২ নাম্বার। শুধু টয়লেট না ভবনের আসেপাশে নোংরা আবর্জনার স্তূপ পড়ে ছাপ করার মত কেও নাই মসার উৎপাত বেড়েই চলেছে।

ভুক্তভোগীরা দাবী জানিয়েছেন চেয়ারম্যান সাহেব যেনো এই টয়লেট প্রসাব খানা গুলোর দিকে নজর দেন দ্রুত পরিস্কারের ব্যবস্থা করেন।
ইউনিয়নে কর্মরত মো: জাহিদ কে এই বিষয়ে জানতে চায়লে তিনি বলেন চেয়ারম্যান জানে।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কম্পিউটার অপরেটর ইয়াসমিন জাহান,এটা নতুন কিছু না চেয়ারম্যান কে বলেন।

এই ব্যাপারে নাজমুল হুদা বিস্বাস (চেয়ারম্যান) কে ফোন দিলে যোগাযোগ করতে ব্যার্থ হই।

Share This Article