মেহেরপুরে তিন ডাকাত আটক, মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আনুষ্ঠিক ভাবে এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব সাহারবাটি সড়কে হার্ডওয়্যার ব্যবসায়ী সাদ্দাম হোসেন কে কুপিয়ে মোটরসাইকেল,নগদ টাকা,মোবাইল ফোন ছিনতায়ের ঘটনায় ৩(তিন) আসামিকে আটক করেছে পুলিশ।
আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়।
আটককৃতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে মোঃনাজির হোসেন (৫৩), সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ দুলাল আলী (৩৫)
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জামালপুর গ্ৰামের মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮)।
বুধবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে গাংনী উপজেলার সাহেবনগর, সাহারবাটি ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামীদের গ্রেফতার করে। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে। তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও দড়ি উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য গত ৮ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ৯ টার সময় ব্যবসায়ী সবুজ হোসেন ওরফে সাদ্দাম হোসেন পিতা সিদ্দিকুর রহমান সাং গাংনী সদর ৮নম্বর ওয়ার্ড দাসপাড়া ও তার বন্ধু লাভলু সাহারবাটি থেকে গাড়াডোর বাজারে যাওয়ার পথে হোগলডাঙ্গা মাঠ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের পথরোধ করে হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
পরে স্থানীয়লোক জন উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।১২-০৪-২০২৩