ভয়েস অফ মেহেরপুর
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুর জেলা বিএনপি’র বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও এডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।
এ নতুন আহবায়ক কমিটিতে জাভেদ মাসুদ মিল্টন আহবায়ক। ক্রমান্বয়ে যুগ্ম আহবায়ক হলেন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ। সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম। সাবেক এমপি ও জেলা সভাপতি মাসুদ অরুণ এবং সাবেক এমপি ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নতুন এ কমিটির সকলকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও জেলার সুধীজনেরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।