মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে জমিতে সেলো মেশিন বসানোকে কেন্দ্র করে চাচা মোঃ আবুল হোসেনের হাসুয়ার কোপে ভাতিজা মোঃ মোহন হোসেন (২২) মৃত্যু শয্যায় । বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর গ্রামে মোহনের বাড়ির সামনে এয় ঘটনা ঘটে । আহত মোহন রাজাপুর গ্রামের মৃত মজিল হকের ছেলে।
মোঃ মোহন হোসেনের চাচি সাহেরা খাতুন বলেন কয়েকদিন পুর্বে ৪টি সেগুন গাছের চারা কাটাকে কেন্দ্র করে ঝগড়ার সুত্রপাত হয়। মোহনের ধানের জমিতে চাচা আবুল হোসেনের সেলো মেশিন ছিলো । ঝগড়ার পর থেকে আবুল হোসেন মোহনের ধানের জমিতে পানি দেওয়া বন্ধ করে দিলে, ধান নষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হয। মোহন চাচাকে পানি দেওয়া মেশিন তার জমি থেকে সরিয়ে নিতে বললে চাচা ক্ষুব্ধ হয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মোহনকে এলোপাথারি কুপিয়ে জখম করে । স্থানিয়রা মোহনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন হাতে, ঘাড়ে ও কাঁধে সবমিলিয়ে ৫টা হাসুয়ার কোপ আছে। তবে ঘাড়ের জখম মারাত্বক। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেছি।
সদর থানার অফিসার ইনচার্য মেজবা উদ্দিন বলেন আমার কাছে কোন অভিযোগ আসে নায় । অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।