অনলাইন ডেস্কঃ
মঙ্গলবার রাতে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ওই নারী ডা. রনি চন্দ্র মজুমদারের খোঁজে রোগী
ডা. রনি চন্দ্র মজুমদারকে বিয়ের দাবিতে তার চেম্বারে অবস্থান নিয়েছেন এক নারী। চাঁদপুরের হাজীগঞ্জ মডেল হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞের বিরুদ্ধে এনেছেন প্রতারণার অভিযোগ।
পরে কোনো সুরাহা না পেয়ে বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ডা. রনি চন্দ্র মজুমদার ও মডেল হাসপাতালের ৩-৪ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ করেন।
মঙ্গলবার রাতে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ওই নারী ডা. রনি চন্দ্র মজুমদারের খোঁজে রোগীর ছদ্মবেশে বোরকা পড়ে তাকে চিহ্নিত করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কোনো সুফল না পেয়ে বুধবার বিকালে ভুক্তোভোগী ওই নারী বাদী হয়ে ডা. রনি চন্দ্র মজুমদার ও মডেল হাসপাতালের তিন থেকে চার জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ করেন।
ওই নারী সংবাদমাধ্যমকর্মীদের বলেন, ঘটনার শুরু বাংলাদেশ মেট্রোমনি ম্যারেজ মিডিয়া থেকে। ওই নারী পাত্র চাই লিখে সিভি দেন। সেখান থেকে পরিচয়। এর পর ১৮ নভেম্বর দেখা করেন খুলনার সোনাডাঙ্গা আবাসিক হোটেলে। ডা. রনি চন্দ্র মজুমদার আমাকে বিয়ে করবেন বলে ওই রাতে হোটেলে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
সেখান থেকে এসে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কয়েক দিন পর মন পরিবর্তন করেন ডা. রনি। পরে তার সঙ্গে কথা বলতে ও দেখা করতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় ডা. রনি চন্দ্র মজুমদারের খোঁজে মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ মডেল হাসপাতালে আসেন ওই নারী।
হাজীগঞ্জ থানায় অভিযোগে বলা হয়, ডা. রনির খোঁজে হাজীগঞ্জ মডেল হাসপাতালে এলে অজ্ঞাত ব্যক্তিরা ৩০০ টাকা মূল্যের অলিখিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা, ১০ আনা ওজনের একটি গলার চেইন, ছয়আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিয়ে মারধর করে চেম্বার থেকে বের করে দেয়।