ভয়েস অফ মেহেরপুর
স্ট্যাফ রিপোর্টার:
গভ:রেজিষ্ট্রেশন নং ৪৬/২৪ ঐতিহ্যেবাহী ৪৩ বছরের গণমাধ্যম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব
লায়ন মো:হেলাল উদ্দিন (হিলু) সাংগঠনিক সফরে মেহেরপুর জেলায় আসায় চুয়াডাঙ্গা নবাগত কমিটির আহবায়ক মোঃ সামিম এবং গাংনী উপজেলার কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ এবং মেহেরপুর জেলা কমিটির সহসভাপতি মো:শরিফুল ইসলাম সহ মহাসচিব লায়ন হিলুর সাথে সৌজন্যে সাক্ষাত ও আলোচনা হয়।