অনলাইন ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশনের সামনে এই র্দুঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর পৌর এলাকার শাহ্পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আসাদ (২৮) ও নিশ্চিন্তপুর এলাকার রাশেদুল ইসলাম (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেল আরোহীরা ফিলিং স্টেশনে তেল নিতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তারা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের শরীরের খণ্ডিত খণ্ডিত অংশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।