ডাকাত দলের গ্রেফতারকৃত ৩ সদস্য আটক

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

অনলাইন ডেস্কঃ

নড়াইলে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গত ইং ১৫/৬/২০২১ খ্রিঃ তারিখ দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কালনা গ্রামের পলাশ মুন্সির বাড়িতে অজ্ঞাতনামা কতিপয় ডাকাত গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পলাশের স্ত্রী ও বোনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গত ১৯/০৬/২০২১ খ্রিঃ তারিখে পলাশ মুন্সীর স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামালা দায়ের করেন।

উক্ত মামলার সূত্র ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গত ৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আব্দুর নূর তুষার (২৩), মোঃ সিজু ওরফে সাজ্জাত শেখ(৩২) ও মোঃ জসিম খান(২৩) কে লোহাগড়া থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। এ সময় ডাকাতিকালে লুট করে নেওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ০১ জন বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

Share This Article