তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ-

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ-

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এ আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প।

ওই দিনই তিনি প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে উঠবেন। আর হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

Share This Article
Leave a comment