মেহেরপুরের ওসি ফিরোজ ও তার স্ত্রী ইভার কারাদণ্ড
ভয়েস অব মেহেরপুর:
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলার সাবেক ওসি ও রাজধানীর গুলশান জোনের সাবেক উপ-পরিদর্শক ফিরোজ কবিরের ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী সাবরিনা আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে জামিনে থাকা দুই আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নির্দেশে দুর্নীতিবাজ সাবেক ওসি ফিরোজ কবির ও তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ওসি ফিরোজ কবির মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের ওলি মোহাম্মদের ছেলে।
কারাদণ্ডের পাশাপাশি ফিরোজ কবিরকে এক কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৬৩৮ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৮৭ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।