পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে বের হলো ১৫ কেজি টিউমার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

অনলাইন ডেস্ক

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, পেটে টিউমার আছে তাঁর। পরে অস্ত্রোপচার করে প্রায় ১২ জন ডাক্তারের দুই ঘণ্টার প্রচেষ্টায় ১৫ কেজির সেই টিউমার বের হয়।

এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশতা শহরের বাসিন্দা ৪১ বছর বয়সী ওই নারী।

তাঁর পেটের অস্ত্রপোচারের দায়িত্বে থাকা চিকিৎসক দলের সদস্য ড.অতুন ব্যাস বলেন, খুব সতর্কভাবে অস্ত্রপোচারটি করতে হয়েছে।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করা ওই নারীর ওজন ছিল ৪৯ কেজি। ১৫ কেজি টিউমার থাকার কারণে তাঁর পেটে ফুলে যায়। যদি টিউমারটি ফেটে যেত তাহলে রোগীর জন্য তা আরও বিপজ্জনক হতো। তবে অস্ত্রোপচারের পরে ওই নারী এখন শঙ্কামুক্ত।

অস্ত্রোপচার হওয়া নারীর এক আত্মীয় জানান, বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর টিউমারের কথা তাঁরা জানতে পারেন। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন

Share This Article