প্রবাসে মৃত্যু

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

পরিবারের ভাগ্য বদলের জন্য ১৭ বছর আগে পরিবার ও দেশের মায়া ত্যাগ করে কর্মের তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন যুবক সােহেল রানা (৩৭)।

সােহেলের স্বপ্ন ছিল পাঁকা ঘর তৈরী করে স্ত্রী-সন্তান নিয়ে সুখে দিন কাটাবাে। প্রবাস থেকে পাঠানাে টাকা দিয়ে তার ঘর নির্মাণও হয়েছে। কিন্তু নিয়তির লিলা-খেলায় প্রবাসে তার আকস্মিক মৃত্যু হয়। তার সখের পাঁকা ঘরটি পড়ে থাকবে চিরকাল। কিন্তু সে তৈরী ঘরে আর ঘুমানাে হবে সােহেলে। সৃষ্টিকর্তার ডাকে থাকতে হবে সাড়ে ৩ হাত জায়গায়। হতভাগা সােহেল মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখােলা গ্রামের মাঝেরপাড়ার আমজাদ হােসেনের ছেলে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে মালয়েশিয়ার একটি বিল্ডিংয়ে কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে সােহেল মারা যান। ২ কন্যা সন্তানের জনক সােহেল এর মরদেহ প্রবাস থেকে দেশে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবার। ৬ ভাই ও ৩ বােনের মধ্য ছিলেন সােহেল মেজাে। তার বড় ভাই আব্দুল আলীম ৫ বছর আগে কর্মের তাগিদে মালয়েশিয়ায় রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী জেসমিন খাতুন এখন পাগল প্রায়।

Share This Article