মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং আজকের খেলায় ৪-১ গোলে জিতে ফাইনালে ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ।
ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ এখন আতংকের নাম।
আজকে দুর্দান্ত দাপটে হাফ টাইমের আগেই বাগুয়ান ইউনিয়নে জালে দুই গোল ঢুকিয়ে বিজয়ের উল্লাসে এফ,সি,বি দল।খেলার ২০ মিনিট পর এফ,সি,বি দলের জালে বাগুয়ানের গোল। হাফ টাইমের পর বাগুয়ান ইউনিয়ন গোলের দেখা না পেলেও ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ আরো দুই গোলের দেখা পায়।এফ,সি,বির বিরাট স্কোর ৪-১ বাগুয়ান কে তলে ফেলে ফাইনালে এফ,সি,বি দল।