বিএনপি লাঠি মিছিল করে প্রয়োজনে আমাদের হাত খালি থাকবে না গাংনীতে এমপি খোকন

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

বিএনপি লাঠি মিছিল করে প্রয়োজনে আমাদের হাত খালি থাকবে না গাংনীতে এমপি খোকন

স্টাফ রিপোটার: সারা দেশের ন্যায় গাংনীতে পালিত হলো বিএনপির আগুন,সন্র্যাস,জালাও পোড়াও আন্দোলনের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথ সভা।
মেহেরপুর গাংনী উপজেলা এমপি’র নেতৃত্বে বিকেল ৫ দিকে তার নিজ বাসভবনের কাছ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গাংনী উপজেলা ও হাসপাতাল বাজার ঘুরে এসে গাংনী বাসস্ট্যান্ডে এসে পথ সভায় বক্তব্য দেন মেহেরপুর গাংনী ২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বক্তব্য তিনি বলেন বিএনপি লাঠি মিছিল করে প্রয়োজনে আমরাও লাঠি নিতে বাধ্য হবো।
এমপি খোকন আবারও নৌকায় ভোট চেয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন তিনি আরো বলেন বিএনপির জালাও পোড়াও আন্দোলনকে প্রতিহত করতে সকল আওয়ামী লীগের কর্মিদের প্রস্তুত থাকতে বলেন। আজকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন এমপি সাহিদুজ্জামান খোকন।
এছাড়াও গাংনী বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা অংশ নেন।

Share This Article